পথে আমি নিয়ম মেনে চলি,
হঠাৎ করে একজন এসে ধাক্কা দিয়ে দিলো ফেলে!
উঠে দাঁড়ানোর আগে সেই দেয় গালি
কোন কিছু বুঝে উঠার আগে দোষী হলাম আমি।

জোর যার মুল্লুক তার,
গুরু জনে বলে এখন দেখি নিয়ম শুধু জোর করে চলে,
প্রতিবাদ করলে দোষী হবে তুমি!
কিশোর গ্যাং’র ছেলেছোকরা বিচার করবে জানি
আত্ম পক্ষের সুযোগ নাই টাকা দিলে বিচার হয়ে যায়।

আইনের সেবক যারা চোখে কালো কাপড় বাঁধা
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পাবে সান্ত্বনা,
রাজনীতির ছত্র ছায়ায় বেড়ে উঠা অশিক্ষিত রাই সেরা
তাদের সাথে রফা করার দিবে ইশারা।

অনিয়মের বেড়া জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি মোরা
নিয়মের পথে বড় বাধা অনিয়মের কাঁটা।