কি অদ্ভুত দুনিয়া,
প্রতিটি জীবের বেঁচে থাকার নির্দিষ্ট সময়
বেঁধে দিয়ে বিধাতা পাঠিয়েছে ধরায় !
আসার আগে কেউ কি জানত এই সুন্দর
পৃথিবী ছেড়ে চিরতরে চলে যেতে হবে!
বাবা মার মাধ্যমে চলে এলাম পৃথিবীতে
শিশু, কৈশোর, যৌবন, বৃদ্ধ পার করে মৃত্যু
পথ যাত্রী, কি অদ্ভুত নিয়ম বা নিয়তির
মধ্যে দিয়ে জীবনটা ঘুরছে।
জীবন ঘড়ির দম শেষ হলে বিদায়ের পালা
অনুষ্ঠান করে শেষ বিদায়, দু’চার দিন মন
খারাপ থাকার পর স্বাভাবিক জীবন,
যে মারা গেছে তার ছবি আস্তে আস্তে ফিকে হয়ে
এক সময় মুছে যায় এটাই নিয়তি!
পৃথিবী সৃষ্টির পর যুগে যুগে বিবর্তনের মাধ্যমে
এই সভ্য পৃথিবী, বিধাতার ঐশ্বরিক শক্তি নাকি
বিবর্তনের আর্শিরবাদ, এই প্রশ্নের উত্তর কোথায়
যতদিন এই পৃথিবী থাকবে ততোদিন এই প্রশ্ন
ঘুরে ফিরে আসবে!