দুই মুখো মানুষ গুলোর বিচরণ সর্বত্রই
ব্যক্তিত্বের ধার ধারে না সুযোগের অপেক্ষা,
বিপদ এলে সটকে পড়ে, ব্যবহার শিশুর মতন
লোভের আশা ছাড়তে পারে না বড়লোকি ভাব!  

সংসার বিনষ্ট করে নিজের লোভের আশায়
ভাল মন্দ মিশেল করে ঘটনা সত্য বলায়,  
লোভের বস্তু হাতে পেলে চোখে উল্‌টায়,
এরা কত ভয়ংকর ভাষায় প্রকাশ করা দায়।

সমাজে বিশৃংখা হর-হামেশা করে,
উদর পিণ্ডি বুদোর ঘাড়ে, নিজের লোভের আশায়,
বিপদে পরিচালনা করে আখের গোছায়
ধরা পড়লে পায়ে ধরে যদি বাঁচা যায়!

বড় বড় বুলি আওড়ায় কর্তা ব্যক্তির মতন
সরল মনের মানুষ ভাবে কত ক্ষমতা তার
ধন সম্পদ বিক্রি করে পথে বসে হায়
চোখ কান খুলে চললে সুযোগ পাবে না ভাই!