শরীরের প্রতিটি অংশে কেমন যেন
অসহ্য যন্ত্রনা করোনা খপ্পরে পড়লাম
কিনা বুঝা যাচ্ছে না, নাকে সর্দি, গলা ব্যথা
মাথা ব্যথা, তাপমাত্রা বেশী!
সারা পৃথিবীতে করোনা ছড়িয়ে পড়েছে
বাংলাদেশ এর বাহিরে নয়,
দিনে দিনে সংক্রামন বেড়েই চলেছে ,
মনে হচ্ছে আমিও আক্রান্ত!
স্ত্রী সন্তান করোনায় আক্রান্ত, আমার থেকে দুরে,
তাদের সেবা করার সুযোগ পর্যন্ত হয়নি,
শুধু দূর থেকে অনুভব করছি, পরের বাড়ী তো!
আজকে নমুনা দিলাম রিপোর্টের অপেক্ষায়
জানি না ভাগ্যে কি আছে,
যাই থকুক আমি মানুষিক ভাবে প্রস্তুত,
একা বহন করতে হবে!
বিধাতা কিছু কিছু মানুষকে পৃথিবীতে পাঠায়
যাকে একা চলতে হয়, একা সিদ্ধান্ত নিতে হয়,
সেই দলে আমি দুঃখ বা কষ্ট পেয়ে লাভ নাই।
(কবিতাটি ২৫.০১.২২ইং তারিখ লেখা)