কোথায় যাব, কি করব বুঝতে পারি না,
কোন কাজই সময় মত করতে পারি না,
মনে কেন দ্বন্দ্ব এত বুঝতে পারছিনা,
সবাই আমাকে অপমান করে,
কেউ ভালবাসে না।
ধন দৌলত সবাই চিনে স্বার্থ ছাড়ে না,
সময়ের সাথে সময়ের ভাব বিত্ত বৈভবে না,
প্রেমের ক্ষেত্রে বাধা আসবে মেনে নিবে না,
জীবন চলে জীবনের মত থেমে থাকে না!
সিদ্ধান্ত হীনতা বিচলিত জীবন পিছিয়ে পড়ে সব,
অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে দরকার দৃঢ়তা মন,
কোন কিছুই বৃথা যাবে না লক্ষ্যে পৌঁছাবে তখন !