নিত্য দিনের মত আজও আঃ হাই
রাতের খাবার নিয়ে এসেছে!
বিছানায় বসে ভাবছি একা
শীতের রাত কুয়াশায় চারিদিক ঢাকা।

বদনায় জল ভরে একটা সময় পর্যন্ত পরে বেরিয়ে আসা,
মানুষের চাহিদার শেষ কোথায়!
নিতে চায় দু’হাত ভরে, চাহিদার নাই সীমা-রেখা ।

দুনিয়াতে এক দল মানুষের কোন অভাব অনটন নাই
আর এক দল মানুষের দু’বেলা খাবার জুটে না,
এ কেমন দুনিয়ায় বসবাস করি আমরা  !
এ দেশের রাজনীতি আমাকে পোড়ায় কষ্ট দেয়!

দুনিয়াতে কোন দশক মানুষের জন্য ভাল ছিল !
খুঁজে ফিরি এখানে সেখানে, সন্ধান মিলে না,
বর্তমান সমাজে ধন-দৌলত, টাকা-পয়সা আর
ক্ষমতার লড়াই চলছে প্রতিনিয়ত, আমরা অসহায়।