এত ধৈর্যশীল তুমি যত বড় বিপদ আসুক
ঠাণ্ডা মাথায় সামাল দাও!
দেখে তোমায় যায় না কিছু বুঝা।

কিন্তু আজ আবার হলো কি !
মেজাজ তোমার হারিয়ে গেল ছোট ঘটনাতেই !

ছোট বেলায় দারিদ্রের মাঝে বড় হয়েছি
সকল ধরনের সমস্যা/বিপদ সামাল দিয়েছি!

কিন্তু খুব কাছের মানুষ যখন আঘাত দেয়
তখন সমস্ত ধৈর্য আর নিজের প্রতি আত্মবিশ্বাস
হারিয়ে যায়!

বিশ্বাস আর ভালবাসার গহীনে আঘাত
ভেংগে চুরে ছারখার হয়ে যায় কাঁচের টুকরোর মত,
ছড়িয়ে পড়ে সারা শরীরের ভিতর!

ধৈর্য হারিয়ে হৃদয়ের গহীনে কামড়ে ধরে,
বিচলিত হয় মন, ধৈর্য হারিয়ে ফেলে দুর্ঘটনা ঘটে!
তবুও সর্বোচ্চ ধৈর্য ধারন করা উচিত!

মুদ্দাকথা জীবনে প্রয়োজন ধৈর্য ধৈর্য এবং ধৈর্য
কোন বিকল্প নাই, যে কোন দুর্ঘটনা থেকে নিজেকে
নিবৃত্ত করা সহজ হবে।