সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমি
চরিত্র আঁকা-বাঁকা, রমনীকুলের
কোমর ধরে জীবন হলো রাঙ্গা।
ন্যায় অন্যায়ের ধার ধারে না
মনে যাহা চায়! টাকা পয়সার অভাব
নাই, অভাব ভালবাসায়। পরিবারের
লোকজনের ছন্নছাড়া সবাই,
কে যায় কার সাথে বুঝে উঠা দায়!
আভিজাত্যের অহংকারে অন্তর চক্ষু কানা
মানুষ মেরে আনন্দ পায় বোধ শক্তি হারা!
পাওয়ার নেশায় মত্ত হয়ে অঘটন ঘটায়
বিবেক বুদ্ধি বিবর্জিত ধনীর দুলাল তাই।
পেতে পেতে পাওয়ার নেশায় আসক্ত হয়েছি
না পাওয়ার যন্ত্রণা সহ্য নাহি করি!
ছোট ছোট দুঃখ গুলো বোধের মধ্যে নাই
আভিজাত্যের অহংকারে উড়ে যে বেড়ায়।