কলম নিঃস্বার্থ ভাবে লিখে যায় না করে না !
যতক্ষণ কালি থাকে কলমে,
মা শুধু সন্তান জন্ম দেয় না দেশের ও জন্ম দেয়!
অফুরন্ত তার উদর মায়া মমতা বিদ্রোহ সংগ্রাম
সঙ্গে নিয়ে ঘুরে বিশ্রামের সময় নাই।
পরিশ্রম আর সাধনা পাশাপাশি চলে দেশপ্রেম
অন্তর থেকে আসে ইচ্ছা করলেই দেশ প্রেমিক
হওয়া যায় না ত্যাগ থাকা জরুরী!
সকল শ্রেণীর মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা আবশ্যক
দেশের নেতা নেত্রী জনগণের নিকট ভগবানের মত!
পরিবার একটি রাষ্ট্র সমাজ কে বির্নিমান করে,
শুরু হয় পরিবার থেকে, রাষ্ট্র পরিচালনার জন্য যা দরকার
তা একটা পরিবারে থাকে, শিক্ষার সূতিকাগার।
বিভক্ত পরিবার যেমন ধ্বংসের মুখে পড়ে রাষ্ট্র তেমনি।