অন্তর আত্মাকে প্রশ্ন করি আমি কে ?
চিন্তা করি এক, করি যে আর এক
মাথার ভিতর চিন্তার গুচ্ছ
বাস্তবে তা নাই!
তাহলে আমি কে বা কাহার !
দেহ এক চিন্তা যে আর এক
আমি কি দ্বি-চারি প্রাণী ?
কথা বলি ভাল, কাজ করি কালো
ভাল আর কালোর মাঝে ঘুরছি
জীবন ভর,
সমাজের চারিদিকে তাকিয়ে দেখি
অসামাজিক কাজের ঠাসাঠাসি
উন্নয়নের নীলনক্সা উঠেছে পাহাড়ের চুড়ায়
মাটি থেকে পাহাড়ের চূড়া
মাঝের স্থান ফাঁকা...........
পুঁজির পুচ্ছ পুঁজির কাছে করছে তোষামুদি
গরীব হচ্ছে আরো গরীব
তামাম দুনিয়ায় নিত্য নতুন পুঁজির খেলা
খেলোয়াড় হচ্ছে গরীব দুঃখ!