আজকে আমি ছুটিতে আছি আরাম করবো বলে
বাসায় কেউ নেই যে যার কাজে চলে গেছে
ঢেঁকি নাকি স্বর্গে গেলেও বাড়া বানে, আমার সেই অবস্থা,
আমি কাজ খুঁজছি, মনে হলো...........
বিছানার চাদর, পিলু কাভার, শার্ট, বউ’র কাপড়
গুলো কেচে ফেলি, বাথরুমে বিছানার চাদর ধুতে
গিয়ে চোখের সামনে সুখ স্মৃতি ভেসে আসছে,
শাড়ী তে স্ত্রীর পরশ, ব্লাউজে শিহরন, ছায়াতে যেন সুধা,
মনের অলিন্দে ঘুরে ফিরে আসছে।
স্বপ্নের মত আমাদের তিরিশ বছর দাম্পত্য জীবন কেটে গেল,
অভাবের সংসারে ভুল বুঝাবুঝি হয়নি এমনটা কথা বলা যাবে না !
হয়ত ক্ষণিকের, কয়েক ঘণ্টার,যা হয়েই থাকে সাধারণত।
কিন্তু আমরা কখনো একে অপরের দায়িত্ব থেকে বিন্দু মাত্র সরে যায়নি,
বুঝা পড়া যেন গলার চেইন,
একটা র সাথে আর একটা ভালবাসায় জড়িয়ে ছিল
মাঝে মাঝেই ফেলে আসা দিন গুলোর মূল্যায়ন করি।
সমাজ, সামাজিকতা, দায়িত্ব-কর্তব্য, থেকে সরে আসিনি বা ভয় পায়নি,
সামনে থেকেই সমাধানের পথ খুঁজেছি,
কখনো সফল হয়েছি আবার কখনো ব্যর্থ হয়েছি কিন্তু থেমে থাকিনী,
জিঘাংসা আর পরিশ্রম আমাদের এই বর্তমান জায়গায় এনেছে।
সুখী দাম্পত্য জীবন কাকে বলে আমি বলতে পারব না
তবে দাম্পত্য জীবনে একে অপরের সাথে বুঝা পড়াটা খুবই জরুরী!,