শখের তোলা আশি টাকা পকেটে যদি থাকে টাকা
জ্ঞান অর্জনের নতুন রাস্তা ঘুরে দেখ নতুন জায়গা
বছর ধরে টাকা জমাও বছর শেষে ঘুরতে যাও
নতুন জায়গা নতুন চিন্তা ব্যস্ত থাকবে মন
দর্শনার্থীর মাথার ভিতর কল্পনা আঁটবে সারাক্ষণ।
দল গত ভ্রমণ করলে মজা থাকে যেমন, টাকা পয়সার
সাশ্রয় হয়, জ্ঞানের জানালা খুলে থাকে বুদ্ধি বাড়ে তেমন,
ছোট খাটো খুনসুটি ঝগড়ায় রূপ নেয়,
শুরুতে যদি আঘাত না হয় তিতো সম্পর্ক জুটে
কেউ বলবে ভাল হলো না কেউ বলবে ভাল,
ভাল মন্দের দোলনায় দুলে ভ্রমনটা হলো কালো।
কলি যুগের ছেলে মেয়েরা মোবাইল প্রেমে আশ্বস্ত,
গুরুত্বপূর্ণ আলোচনা ছেড়ে ম্যাসেজে করতে ব্যস্ত
অভিভাবক তাদের ফেস-বুক, টুইটার, হুয়াটস-আপ আর ইমো
কাজ নাই কাম নাই খুচরা আলাপ আর ছবি পোস্টে ব্যস্ত ,
ফেক আইডিতে প্রেম করে বিনিদ্র রাত ভরে চ্যাট করে !
যৌথ পরিবার নাই বললে চলে একক পরিবার মজা করে
তিন ঘরে তিন জন প্রয়োজন ছাড়া দেখা নাই
মরার আগে বাঁচতে চায় যৌথ পরিবার বাঁচাতে চায় ।