ভুলিতে পারিনা তোমার স্মৃতি ভোলা যায় না,
বার বার ভেসে উঠে তোমারই আয়না!

ডায়েরীর পাতায় লেখা বিশেষ স্মৃতি
গোছানো লাইনে লেখা,
পাতা উল্টাতে ভেসে উঠে মনের আল্পনা,

কবি মনের আঙিনায় লুকোচুরি খেলে,
ভুলা তো যায় না, স্মৃতি গুলো বড্ড জ্বালাতন করে,
মন থেকে বহুবার ঝেড়ে ফেলতে চেয়েছি
কোন কিছুর বিনিময়ে নিজেকে থামাতে পারিনি............!

মাঝে মধ্যে তুমি আমার মনের জানালায় আসো এলা কেশে,
শুভ্র সাদা লাল পেড়ে শাড়ী পরে, সুদন্তী তুমি, ডাগর ডাগর চোখ,
পটল চেরা ঠোঁট গালে টোল পড়ে তোমার হাসিতে........!

হৃদয়ের জ্বালা থামাবে কে কার সাধ্য আছে ভূবনে !
তুমি থাকবে চিরকাল হৃদয়ে রাজ্যের রানী হয়ে,
স্মৃতির পাতায় বন্দী হয়ে।