ধন দৌলত সব আছে
শান্তি নাই মনে,
অন্যায় করলে অস্থির জীবন
আতঙ্ক ছাড়ে না পিছনে।
সবাই জানে ভাল মানুষ
সত্যবাদী যুধিষ্ঠির,
রাতের অন্ধকারে অন্যায় করে
জানে তা অন্য জন।
মানুষের ভিড়ে চলে তারা
দৃষ্টি সীমানার আড়ালে,
সবাই তাদের বাহবা দেয়
সম্মান করে সকলে।
অস্থির চিত্ত, ব্যাকুল মন
সন্ধান করে ঘুরে ফিরে চলে,
চোরা বালির পথে মনের সাথে
এক বিন্দু ভালবাসার খোঁজে।