প্রায় দুই বছর হতে চলল দাদুর বয়স
আধো আধো কথা বলতে পারে,
স্মৃতি শক্তি প্রখর সহজে কিছু ভুলে না!
আগে খুব মা ঘেঁষা ছিল, এখন অনেকটা কমেছে,
প্রতিদিন কোন না কোন পরিবর্তন লক্ষ্য করছি!
যেমন করে বদলে যাচ্ছে পৃথিবী, মানুষের মন
ইচ্ছা, চাওয়া-পাওয়া, পছন্দ-অপছন্দ!
এক সময় দাদু বড় হয়ে এখন কার সব ঘটনা
ভুলে যাবে! হয়ে উঠবে আত্ম কেন্দ্রিক।
যেমন করে আমি হয়ে গেছি!
সংসার জীবনটাই কি এমনি,
কেন যেন একটি চক্রের মধ্য দিয়ে ঘুরতে থাকে অবিরত !