আজ চন্দ্র গ্রহণ! চাঁদের আলো ধীরে ধীরে কমে আসছে
অর্ধেক অন্ধকার করে ঢেকে গেছে,
আকাশ ভরা তারা চন্দ্র গ্রহনের সাথে সাথে
তারাও ফিকে হয়ে আসছে!
রাতের আকাশ চন্দ্র আর তারার যুগ পথ চলার সাথী
একে অপরকে ছাড়া চলতে পারে না।
তাছাড়া চন্দ্রের আলো তারারা আলোকময়।
ঠিক যেন মানব জাতির নর নারী
এক জন অন্য জনের জীবন প্রদীপ, জন্মের আগে মায়ের গর্ভে,
জন্মের পর মায়ের কোলে. বাল্য কালে মায়ার জালে,
যৌবনে প্রেমিকার কোলে, সংসার জীবনে সুখ আর দুঃখ
পাশাপাশি দোলে।
ভালবাসা কে আঁকড়ে ধরে জীবনের বাজি ধরে,
নিজের সাথে নিজে ! সত্য কথা কেউ বলে না
আবার মিথ্যা বলায় মুখ ঢাকে না। ধনীর ইচ্ছায় গরীব বাঁচে !
সময় এখন বদলে গেছে ! গরীবরা সমাজ বদলাতে পারে
দেশ আমার মাটি আমার, উন্নয়ন হবে দেশের সবার।