ফিঙ্গে জোড়া উড়ছে দেখ
ফড়িং ধরার আসে
মনের আনন্দে ডিগবাজি খায়
উড়ছে নেচে নেচে।
বিড়াল দেখ লুকিয়ে আছে
ইঁদুর ধরবে বলে,
ইঁদুর ছানা বেজায় চালাক
লুকিয়ে পড়ে বনে।
শিয়াল গুলো শিকার করে
রাতের অন্ধকারে,
মুরগি ধরার আশায় ঢুকে
গৃহ স্তর ঘরে।
পোষা কুকুর গৃহ স্তর ঘরে
পাহারা দেয় বেশ,
শিয়াল দেখে ঘেউ ঘেউ করে
গৃহস্থ উঠে জেগে।
গাভী করে হাম্বা হাম্বা
দুধ খাওয়াবে বলে,
তাই না দেখে ছাগল গুলো
ভ্যা ভ্যা করে মরে।
এক গোয়ালে ছাগল গরু
করে মারামারি,
বিরক্ত হয়ে রাখাল বালক
মারে লাঠির বাড়ি।