অনেক দিন পর মধ্য বয়সে শিশু হলাম আমি
ফিরে গেছি বাল্যকালে এক ঝাঁক শিশু-কিশোর কে সাথে নিয়ে
চড়ুই ভাতি আদি ও পুরাতন প্রাণের শব্দ নিজেরা রান্না বাড়ী করেছে
খোলা মাঠে মনের আনন্দে ছুটা ছুটি করতে দেখলাম ।

পাবনা শহরের অদূরে লাল পুর নাটোর জেলায় গ্রিন ভ্যালি পার্ক
শিশু-কিশোদের মনোরম খেলার মাঠ, গাছ পালায় ছায়াঘেরা, লেক, বাচ্চাদের খেলার সামগ্রী
একদিকে চলছে রান্নার কাজ অন্য দিকে খেলাধুলা
গ্রামীণ হারিয়ে যেতে বসেছে সেই খেলাধুলা নতুন প্রজন্মের শিশু-কিশোরের দল খেলায় মেতে উঠেছিল!
প্রতিযোগীতায় মধ্য দিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ।

রান্না শেষে দূর্বাঘাসে মোড়া মাঠে বসে পদ্মপাতা আর কলা পাতায় খাবার পরিবেশন,
ক্ষুধার্ত শিশু-কিশোরদের তিহারী খেতে দেখে মনের ভিতর স্বর্গীয় অনুভূতি খেলে গেলো!
সবার শেষে আমরা যারা খেলাম তিহারী যেন অমৃত লেগেছে!
ইছামতি খেলাঘর আসরের সদস্য ও সংগঠকদের অসংখ্য বার ধন্যবাদ জানায় !
আমি নিজে বাল্যকালে গাজীপুর জেলার কুহু কেকা খেলাঘর আসরের সদস্য ও সংগঠক ছিলাম দীর্ঘ দিন।

সেই স্মৃতি বার বার মনের কোনে ভেসে উঠছিল।
একশত জন শিশু-কিশোর চোখের সামনে যারা বাংলার ভবিষ্যৎ কর্ণধার
নতুন প্রজন্ম যারা আগামী দিনে জাতি কে নেতৃত্ব দিবে।
তাদের গড়ে তোলা আমাদের দায়িত্ব কর্তব্য, এই দেশকে শিশুর বাসযোগ্য করে তুলতে হবে,
আজকের চড়ুইভাতি থেকে সকলে আমরা শপথ নিলাম ।

(মনের অনুভূতি শেয়ার করলাম আপনাদের সাথে)