চলার পথে প্রতিদিন অনেক ধরনের মানুষের সাথে দেখা হয়!
এক দল অতি উল্লাসে পথ চলে, অন্য দল ভারাক্রান্ত মন নিয়ে
আবার কিছু দল আছে উদ্দেশ্য বিহীন চলে।

তবে এটা ঠিক কোন পথ চলায় গুরুত্বহীন নয়
প্রতিটি মানুষ কোন না কোন উদ্দেশ্য নিয়ে চলে !

আজ চলার পথে এক দিন-মজুরের সাথে আলাপ,
জিজ্ঞাসা করতেই বলল,
সারাদিন ধান কাটা এবং লাগানো কাজ করে ফিরছে গৃহে !
সে স্ব-হাস্য ক্লান্তি হীন কথা গুলো বলছিল,
তাকে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম।

নাম তার শেরন চেহারায় কোন ক্লান্তি লক্ষ্য করিনি
এটা তাদের অভ্যাস, হাতে বাজার চাল-ডাল,মাছ তরী তরকারী,
বাড়ী গেলে বউ রান্না করবে তারপর ছেলে মেয়েকে নিয়ে খাবে !
তার কথা শরীরী ভাষায় আনন্দ ফুটে বেরুচ্ছে,
কত সুখী মনে হলো।

আমরাও তাদের মত মানুষ, তবে কেন আমাদের এত চাওয়া পাওয়া,
তাদের মত সুখী নই, কেন আমরা লোভ-লালসার উর্ধে উঠতে পারি না।
নিজেকে বারবার প্রশ্ন করি,
আমরা মধ্যবিত্তদের অভাব বেশী, চাওয়া পাওয়া বেশী,
অল্পতে সুখী হতে পারি না!

উচ্চ বিত্তরা তো কোন দিন দিন-মজুরের কথা ভাবেই না
আর মধ্যবিত্তকে লোভের সাগরে ভাসিয়ে রেখেছে !
নিজেকে নিয়ে তারা খুব ব্যস্ত, কোথায় লাভ আছে সেখানে
খুঁজে বেড়ায়, তাইতো তাদের এত অশান্তি অরাজকতা!