কর্মে ফাঁকি দিলে তুমি নিজেই ফাঁকি তে পড়বে,
ভালবাসা অবহেলা করলে পস্তাবে পরে!
সময় চলে যায় সময়ের নিয়মে
ব্যাকুলতা পড়ে থাকে অবহেলার কারণে !
সঞ্চয়ের সময় ভোগ-বিলাসে ব্যস্ত ছিলে,
ভাবেনি ভবিষ্যৎ!
দুঃখ যখন দুয়ারে দাঁড়িয়ে ভাবছ ভবিষ্যৎ!
আত্ম-গরিমা বিত্ত-বৈভবে অন্ধ ছিলে যখন,
ছোট ছোট বিষয় গুলো গুরুত্বহীন তখন
যৌবনের অবাধ্য ব্যবহার করে ছিলে ভুলেও
ভাবনা আসেনি দুঃখ আসবে কখন !
যেটা একবার চলে যায় ফিরে না আর
স্মৃতির বেদনায় অন্তঃ ক্ষরণ বার বার
জীবন তোমার ক্ষণিকের পাঠশালা সময় চলে
গেলে আর ফিরে আসবে না।
বেদনা-বিধুর অন্তর যাতনা পড়ে থাকে বাটে।