প্রতিদিন ভোর বেলা পাখিদের কল-কাকলিতে
ঘুম থেকে উঠা, বারান্দার কার্নিশে কাকের কা কা ডাক
ভ্যান্টিলেটারের ফাঁক দিয়ে সূর্য হাসে
বিছানায় শুয়ে রোদের সাথে মাখামাখি করা।
দুপুর বেলা নীল আকাশ জুড়ে মেঘের ঘনঘটা
বলাকাদের মত ডানা মেলে উড়তে চাওয়া,
রোদ আর মেঘের সাথে কোলাকুলি দৃশ্য
মায়ের কড়া শাসনে দুপুরে খাওয়ার পর ঘুমতে যাওয়া।
বিকেলে হলেই খেলার মাঠে খেলতে যাওয়ার তাড়া
বন্ধুদের সাথে খোলা মাঠে ঘুড়ি উড়ানোয় মেতে থাকা
মনে ইচ্ছা জাগে মেঘের ভিতর দিয়ে ডানা মেলে উড়া
আর মেঘ বৃষ্টির সাথে ভাব বিনিময় করা।
সন্ধ্যা হলে মায়ের কড়া শাসন, চোখ রাঙ্গানো, বই খাতায়
নিজেকে লুকিয়ে রাখার ভান, মাঝে মাঝে মা এসে
পড়া ধরা আর কান মুলা খাওয়া, অন্য ভাই বোনের
হাসা হাসির খোরাক জোগানো !
রাতের বেলা মায়ের পিঠ শুঁকে পাশে ঘুমানো আর রূপকথার
গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়া, তাল পাখায় বাতাস করে মা
আর ঘুমের মধ্যে স্বপ্নের জাল বোনা সকালের অপেক্ষায় থাকা !