কুশি টানা প্যাডে মনের কথাগুলো লিখছি
তোমাকে বলবো বলে....
মনের আবেগ মুখে বলতে তোমায়, দ্বিধা আমার
তাইতো চিঠির পাতা হয়ে তোমায় বলতে চাই!

হৃদয়ের গহীনে কম্পন জাগে লজ্জায় চোখ লাল
জানি চিঠি পড়ে হয়ত আমাকে ঘৃণা করবে
ভালবাসার কথা পড়ে হয়ত যোগ্যতা খুঁজবে আমার
উত্তর ঠিক করে রেখেছি !

তুমি আমায় জিজ্ঞাসা করলে বলব,
যোগ্যতা কি আছে জানিনা তবে এটুকু বলতে পারি
“মা-বাবার পরে কেউ যদি তোমায় ভালবেসে থাকে সেটা আমি”।  

তোমার স্বাধীনতা কখনো খর্ব করব না, মনের আনন্দে,
কোন দ্বিধা ছাড়া ধরিত্রীর সমস্ত জায়গায় বিচরণ করতে পারবে,
তোমার প্রকৃত বন্ধু হয়ে সারা জীবন সাথে থাকব !
এটুকু বিশ্বাস রাখতে পার আমায় নিয়ে,
আমি যে বড্ড ভালবাসি তোমায়।