কেউ ভাবে না, ভাবার সময়টা কই ………… ?
একটা ইটের উপর আর একটা ইট বসে
ধীরে ধীরে একটা দেয়াল তৈরি হয়!

কেউ দেয়াল তৈরীতে বাধা দেয় না মুক্ত মন,
মুক্ত বাতাস এমনকি দিনের আলোর প্রতিবিম্ব দেয়ালে
বাধা পেয়ে মুখ থুবড়ে পড়ে,
স্মৃতির আয়নায় বার বার ঘুরে ফিরে আসে সামনে !

দেয়ালের উভয় পাশে কেউ কারো কথা শুনে না,
শুনার কথা ও না, কারন কোন কিছু কানে পৌঁছায় না।
কথার মানে খুঁজবে কি করে!

এই ভাবে কেটে গেছে বহুদিন বছর,  
জীবনের পাঠশালায় ঘুরে তাকানোর সময় নাই!
জীবনের ছন্দ হারিয়ে গেছে বহুদিন কেউ ভাবে না,
কেউ অনুভব করে না।
শুধু চাতক পাখির মতন অপেক্ষায় প্রহর গুনছি!