খুকু মনির ফোকলা দাঁত
হাসলে দেখায় সদর ঘাট
বক মামা উড়ে যাক
বাচ্চারা সবাই দিচ্ছে ডাক।

নদীর পাড়ে নৌকা বাঁধা
যাত্রীরা সব আসছে সোজা
পিছলে পড়লে যাবে পা
খুকু মনি বলে আস্তে যা।

খুকু মনি যাবে মামার বাড়ী
সঙ্গে নিয়েছে মিষ্টির হাড়ি
কাকাতুয়া গোসা করে
কাক ডাকে কা কা করে।