ছেলে আমার ডাক্তার হবে ছোট বেলার ইচ্ছে
আমার ডাক্তার হওয়ার যোগ্যতা থাকলে ও সুযোগ হয়ে উঠেনি !
বাবা কে হারানোর কারণে.......!
বড় হয়েছি ভাই’র হোটেলে নিজের ইচ্ছে গুলো
গলা টিপে হত্যা করেছি সঙ্গত কারণে !
অভাবের কারণে সংসার চালানো কঠিন কথায় কথায় শুনেছি
ভাই বউ’র মুখে !
মা ভাই বোন সহ বাবা’র পরিবারে খানে-ওয়ালা অনেক,
আমরা না থাকলে ভাই’র পরিবার সুখে শান্তিতে ভরা থাকত !
ছাত্র জীবনে ছাত্র হিসাবে একেবারে খারাপ ছিলাম না,
কিন্তু পড়া লেখায় পদে পদে বাঁধা আর ক্ষুধায় কষ্ট পাওয়া !
বিধাতার করুণায় এখন ভাল আছি কর্ম করি ভাল
ছেলে আমার বড় হয়েছে মেধাবী ছাত্র কিন্তু বর্তমান
সময়টা আমাদের সময়কার মত নয়, বাচ্চারা নিজের
ইচ্ছে কে প্রাধান্য দিয়ে চলে, বলতে সাহস নাই।
সৃষ্টিকর্তা মনে হয় আমার মনের আকুতি জেনে ফেলে ছিল
তাই ছেলে বর্তমানে মেডিকেলের ছাত্র
আর্শিবাদ করি ডাক্তার হয়ে লেখা পড়া শেষ করুক
বিধাতার কাছে এই টুকু চাওয়া।