বোমা আর গোলা বারুদে মানব সভ্যতা আজ ভূপাতিত
সারি সারি লাশ আর রক্তের ফুলকি
গজার ভূমি ফুপরে ক্রন্দনরত জায়গা নাই লাশ রাখার।
ই-গো তাদের ইহুদি আর ফিলিস্তিনের
নিজস্ব ধর্ম, সংস্কৃতি, রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তাধারা
কেহ কা হারে নাহি ছাড়ে,
উভয়ের সংঘর্ষ আকাশ বাতাস মাটি গুমরে মরছে !
জন্ম যার আছে মৃত্যু অনিবার্য অস্বীকার করার কোন সুযোগ নাই
তবুও ক্ষমতা, লোভ, আধিপত্য, নিজস্ব তা নিয়ে বিরোধিতা
সভ্যতার শুরু থেকেই এই সংঘাত চলে আসছে ।
হানাহানি আর গোলা বারুদে কোন সমাধান আজও হয়নি
ইতিহাস তার সাক্ষী মানবতা সহমর্মীতার কোন বিকল্প নাই
তৃতীয় পক্ষ এখন আর তৃতীয় পক্ষ নাই হয়েছে এক পক্ষ
তারও মানুষ মেরে সভ্যতা ধ্বংস করে বাণিজ্য করছে ।
সৃষ্টিকর্তা কাছে আকুল আবেদন
উভয়ের শুভ বুদ্ধির উদয় হউক মানুষ আর সভ্যতা বাঁচুক
বন্ধ হউক আগ্রাসন।
(কবিতা খানি ফিলিস্তিনের ভাই-বোন দের প্রতি উৎসর্গ করা হলো।)