দুঃখ আর বেদনা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত
মানুষের জীবনে আসে দমকা হাওয়ার মত
হৃদয়ে রক্ত ক্ষরণ ছিঁড়ে ছিঁড়ে আসে !
ঝর্ণা ধারার মত ঝির ঝিরিয়ে পড়ে গায়
ভেজায়, ভাসায়, উদাস করে মায়ার টানে,
বর্নময় জীবনে দুখের জানালায় হাওয়ার প্রবেশ,
জীবনকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখে!
ইতিহাস যখন ঐতিহাসিক হয় প্রকৃত ঘটনা
আড়াল হওয়ার সুযোগ থেকে যায়।
দুষ্ট চক্রের দল সুযোগ বুঝে চোরা জানালায়
প্রবেশ করে অন্দরমহল উলোট পালোট করে
ফেলে পর্দার আড়ালে অমানুষ গুলো, চুলার
আগুনের লালাভ শিখা ছড়িয়ে পড়ে লোভ
লালসা আর হিংসার দাবা নলের মত।
কখনো পুড়ে ছাই হয়ে যায় আবার কখনো
পুড়ে খাটি কষ্টি পাথরের রূপ ধারণ করে।
বুঝে উঠার আগেই ঘটে যায় সব ঘটনা।