মানুষ আধুনিক বিশ্বে সভ্যতার
সর্বোচ্চ শিখরে বসবাস করছে
কি শিক্ষায়, কি দিক্ষায়, কিন্তু
মানবিক বিকাশ ঘটেনি সভ্যতায়।
ধর্মে ধর্মে দ্বন্দ্ব মনের কালিমা এখনও
রয়ে গেছে মধ্য যুগের বর্বরতার মত
লোভ-লালসা, স্বার্থ, ক্ষমতার ঊর্ধ্বে
উঠতে পারেনি!
স্বার্থ সিদ্ধি র জন্য মানুষ খুন করতে
দ্বিধা বোধ করে না, গোষ্টিতে গোষ্টিাতে
কুৎসা রটাতে ছাড়ে না, নিজে নির্দেশ
দিয়ে খুন করিয়ে তাণ্ডব নিত্য করে।
আধুনিক সব সুযোগ সুবিধা ভোগ করে
সকল কিছু হাতের মুঠোয় বর্ণবাদ ছড়িয়ে
দিয়ে নিজেদের স্বার্থ লুটে, যা জঘন্য বা
নির্লজ্জ ভাবে।
ধিক ধিক ঐ সভ্য আধুনিক যুগের সভ্যতা
যাদের মনের কালিমা আজও মুছে ফেলতে
পারেনি! আমি স্বপ্ন দেখি সভ্য সমাজে কোন
ভেদাভেদ থাকবেনা সকলে সমান।