চৈত্রী মাসে কাট ফাটা রোদ
মাটি ফেটে চৌচির,
মাঠের ফসল শুকিয়ে শুকনো খড়
জলের দেখা নাই।
মাঠ হয়েছে মরুভূমি লু হাওয়া বহে,
শরীর থেকে ঘাম ঝরে পোশাক ভিজে ঘামে,
কৃষক তাকায় আকাশ পানে মেঘের দেখা নাই।
সূর্য হাসে পুব আকাশে পশ্চিমে যায় ডুবে
সূর্য কিরণ ভূমিতে পড়ে চোখ বুজে আসে,
আবহাওয়ার বৈরী ভাব গাছ কেটে সাবাড়
উঁচু উঁচু দালান কোঠা আকাশ ছুঁতে চায়।
আধুনিকতার নিত্য ছায়া পড়ছে আব হাওয়ায়
ষড় ঋতুর বাংলাদেশ কার্যকারিতা নাই,
শীত কালে শীত নাই, গরম কালে ঠাণ্ডা
শরত কালে বসন্তের হাওয়া ঋতুর মাথায় ডাণ্ডা।
মানুষ ছুটছে টাকার পিছে পরিবেশের বিষয়ে অজ্ঞ
এই ভাবে চলতে থাকলে দুনিয়ায় হবে যগ্গ
সবাই তখন মাটির তলে পৃথিবী হবে ভগ্ন।