তুমি বাউল আমি বাউল
বাউলীয়াপনা মনে,
একতারা তে হৃদয় লুকিয়ে
পিছন ধরে টানে।
ধন নাই দৌলত নাই
নাই টাকা পয়সা,
মনের সুখে গান করি
অন্তর দিয়েছি খুলিয়া।
সাধু সঙ্গ ভাল সঙ্গ
সঙ্গ নাই মানা,
সাধনায় সিদ্ধি মেলে
এ কথা সকলের জানা।
দেহের খোরাক মনের খোরাক
মিটায় গান গেয়ে,
গানের সুরে মন মজিলে
স্বর্গ নামে ভুবনে।
বাউল কবি সাধনার কবি
লালন ফকির কে দেখ,
ধর্মের কোন ভেদাভেদ নাই
এক সাথে তারা থাকে।
জীবন নৌকায় সুতোর টান
বাতাস ভরা থাকে,
দম ফুরলে দেহের খাঁচা
মাটিতে লুটিয়ে পড়ে।