প্রকৃতির বৈরী ভাব মন যে করে উদাস
কাঠ ফাটা রোদে জমিন ফেটে চৌচির
চাষী দের মন ভাল নয়, খরায় পুড়ছে জমিন।

প্রকৃতির মাঝে লুকোচুরি খেলা প্রকৃতি পায় আনন্দ
মেঘ-বৃষ্টি সন্ধি করে ধরার মাঝে দূরত্ব
মেঘ বালিকা নীল আকাশ জুড়ে বৃষ্টির দেখা নাই।

আষাঢ় গেল, শ্রাবণ গেল, ভাদ্র এসে নাকের গোঁড়ায়
বৃষ্টি নামে দুর্লভ বস্তু ধরিত্রীর মাঝে নাই !
আশায় আশায় সময় বহে যায়, প্রকৃতি হয় রুক্ষ !

হঠাৎ হঠাৎ মেঘ বালিকারা নীল আকাশে উড়ে
আবার কবে প্রকৃতির মাঝে দু’এক ফোটা মধু ঝরবে
আমার জানা নাই !

দিনে বিজলী চমকায় গুড়ুম গুড়ুম বিদ্যুৎ’র জলরাশি  
রাতের আঁধারে আশায় থাকি বর্ষা আসবে কবে!