কত কিছু লুকিয়ে রেখেছি নিজের কাছে
কাউকে বিশ্বাস করে বলতে পারিনি,
কষ্ট গুলো কলোনি বেঁধেছে বুকের মাঝে
নিম্ন বৃত্ত, মধ্য বৃত্ত ও উচ্চ বৃত্ত একে অপরের
সাথে সম্পর্ক ভাল যাচ্ছে না।
সন টা ইদানীং ভাল যাচ্ছে না, আর যাবে কি করে!
শ্রেণীতে শ্রেণীতে বিভেদ আবার শ্রেণীর ভিতরে বিভেদ!
স্বার্থ আর লোভ পাশাপাশি ক্ষমতায় এসে দাঁড়িয়েছে
ধর্মে ধর্মে বিভেদ, গোত্রে গোত্রে বিভেদ,
সাদা আর কালো তে বিভেদ!
মজার বিষয় দুনিয়ায় সর্বত্র বিভেদ বিরাজমান
কিন্তু রাত দিন, চন্দ্র সূর্য, আলো বাতাস তাদের
সাথে তাদের কোন বিভেদ, স্বার্থ, লোভ নেই,
পৃথিবী সৃষ্টির পর থেকে একই নিয়মে চলে আসছে!
অসুখ, আনন্দ, মৃত্যু’র শ্রেণী বিভেদ নাই
সকল শ্রেণী তে বিরাজ করে!
আমি বাংলা ও বাংলাদেশকে ভালবাসি!
গন্তব্যে আসার পথে সবুজ ধান ক্ষেত, নদী নালা পানিতে
টইটম্বুর, রাস্তার দুই পাশে, মেহগনি, ইউক্যাক্লিপটাস,
খেজুর গাছের সারি সূর্যের তীব্রতা থাকলেও
গাছের ছায়াতলে আগলে রাখে, পড়ন্ত বিকেলে
হাজারো প্রজাপতি পাখিরা উড়ে যায় নিজ গন্তব্যে!
সূর্য যেন মায়ের কোলে ঘুমোতে যাচ্ছে, নীল আকাশ
রক্ত ভা চারিদিকে পাখনা মেলেছে
কি অপূর্ব নয়নাভিরাম দৃশ্য প্রকৃতির মাঝে নিজেকে যেন
হারিয়ে খুঁজি!
বর্তমানে প্রেম ভালবাসা সব কি মেকি,
স্বার্থের আড়ালে মুখোশ পরা, নাকি সব অভিনয় ! বুঝা বড় দায়।
আকাশ খোলা সংস্কৃতি ভর করেছে মানুষের মাঝে,
বাঙ্গালীর নিজস্ব তা হারাতে বসছে, নতুন প্রজন্মের জন্য হুমকি
হয়ে দাঁড়িয়েছে।