আমার কোন বন্ধু নাই.............
বহুবার চেষ্টা করেছি বন্ধু হবার
সবাই আমাকে ধোকা দিয়েছে
ফিরে এসেছি সেই আগের জায়গায়।
স্বপ্ন দেখেছি, বন্ধু আমার গোপন জায়গায়
লুকিয়ে রাখবে, আমার সব দুঃখ কষ্ট,
ভাসিয়ে নিয়ে যাবে আনন্দের ভেলায়,
রবে না কোন দ্বিধা দ্বন্দ্ব ভয় ডর!
চলতি পথে সঙ্গী হয়েছে, এক সাথে পায়ে
পা মিলিয়ে হেঁটেছি বহুবার, ট্রেনে, বাসে
বসেছি পাশের সীটে বিনিময় হয়েছে
সেল ফোন নাম্বার!
কোন দিন কেই আপন ভেবে ফোন করেনি
বলেনি তুমি আমার বন্ধু হবে! রেস্টুরেন্টে চায়ের
পেয়ালা র তপ্ত ধুঁয়া উড়েছে দু’জনের মাঝে
এক হয়ে প্রবেশ করেনি হৃদয়ে!
পাশাপাশি বসে জীবনের অনেক গল্প শুনেছি
বলেছি, তার হাত আমার বুকে স্পর্শ করেনি,
কখনও বলেনি বন্ধু হবে আমার, কখনও বলেনি
আমার হাত তোমার হাতে রাখতে চাই।
বন্ধু নাই আমার, শুধু ছিল চলার পথে ছিল সঙ্গী,
তাদের সুবিধা নেয়ার অপেক্ষায়, পেলেই ছেড়ে
গেছে আমায়! কখনও আমার জড়িয়ে ধরেনি,
একে অপরের উঞ্চতা বিনিময় করেনি, যৌবনের
তপ্ত রস রয়ে গেছে গোপনে!
আমার কোন বন্ধু নাই...................!
আমি কেবল মানুষের ভিড়ে হারিয়ে যায়
ভুল মানুষের জন্য জমিয়ে রেখেছি ফুল গুলো,
ফুলদানী তে ফুল শুকিয়ে ঝরে পড়ে ধরায়.....
ঝটকা ঝড়ে বাতাসে উড়ে যায় দুরে কোথাও!