আবেগ আর অনুভূতি গুলো লুকিয়ে রেখেছি
তোমার সাথে শেয়ার করব বলে
আজ নয় কাল কাল নয় পরশু বলে অপেক্ষা
আমি স্বপ্নে ও তোমাকে নিয়ে কখনো সন্দেহ করিনি!
বিদেশ বিভুয়ে পড়ে আছি শুধু তোমার জন্য
তোমার চাওয়া আর চাহিদা মিটানো ছিল প্রধান
সেটা এখনো আমি করছি মনের আনন্দে তোমার জন্য
ফাঁকি দিবে আমায় কখনো মনে হয়নি !
তোমার পছন্দে তুমি আমার সাথে ঘর বেঁধেছিলে !
দুই বছর পর দেশে ফিরছি ল্যাগেজ ভর্তি
তোমার সব চাহিদা এক এক করে ক্রয় করা হয়েছে
যে দিন আমি রওনা দিব সেদিন সকালে তোমার সাথে কথা
আশা করেছিলাম বিমান থেকে নেমে দেখা হবে
এদিক সেদিক তাকিয়ে দেখলাম শুধু তুমি আস নাই।
মাকে জিজ্ঞাসা করতেই মা বলল আগে বাড়ী চলো
মনে অনেক স্বপ্ন কি বলবো আর কি করব
চোখে মুখে সে কি আনন্দ তোমায় বুঝানো যাবে না
যথারীতি বাড়িতে পৌঁছলাম তোমার দেখা নাই
অবশেষে জানলাম আজ সকালে রফিকের সাথে লন্ডনে !
কি দোষ ছিল আমার !তুমি এভাবে সব দিক থেকে নিঃস্ব
করে রেখে গেলে বলতে পার !!