স্বাভাবিক বোধ-বুদ্ধি দিনে দিনে মানুষ হারিয়ে ফেলছে
বয়সে কে বড় আর কে ছোট তোয়াক্কা নাহি করে ।
জ্ঞানের ভাণ্ডার শূন্যের কোঠায় কথার ওজন বেশী
ভাবখানা দেখ জ্ঞানের ভারে নুয়িয়ে পড়েছে দেখি !
অন্যায় তাদের নিয়ম করা কিছু বুঝে উঠার আগে
গায়ের জোরে পেতে চায় ধন সম্পদের ভাগাভাগি।
মাটি খেকো বন্য পশু তারা বিশ্ব রোড দিয়ে ছুটে
মাটির দলা গড়িয়ে পড়ে লেপটে থাকে রোডে।
বৃষ্টির ঝর্না বিশ্ব রোড ভিজে গাড়ি ঘোড়া মটর বাইক
স্লীপ খেয়ে উল্টায় গাড়ী চারিদিকে বাঁচার আর্তনাদ
ভিডিও করায় ব্যস্ত গবেটগন সাহায্য করা থাকে দুরে
মানবতা দেখি রোডে পড়ে গড়াগড়ি করে।