বাংলার ছয় ঋতু এক ঋতু বসন্ত কাল
কালের বিবর্তনে ফিরে আসে বসন্ত কাল,
মানব-মানবীর জীবনে আসে বসন্ত কাল
কৈশোরে, যৌবনে ও বধ্যবয়সে আসে বসন্ত!
আমার কৈশোরে এসেছিল বসন্ত কিন্তু অবহেলার
ভেবেছিলাম আমার জীবনের অনেক গুলো বর্ষা
পেরিয়ে শরতের হিমেল হাওয়ায় এলো বুঝি বসন্ত,
মনের দরজা খুলে দেখি ভালবেসে এসেছে অবহেলা!
ভর দুপুরে কাঠ ফাটা রোদে অনেকটা নির্লজ্জভাবে
জোর করে জড়িয়ে ধরেছিল না চাওয়া অবহেলা,
হকচকিয়ে চারিদিকে দেখি ভাবলেশহীন করুণা
অবহেলাকে দুরে ঠেলে ছুটে গিয়েছিলাম কাছে!
কি আশ্চর্য ! অবহেলা, ঘৃণা, তাচ্ছিল্লের অবজ্ঞা
ছাড়া কিছুই জোটেনি ভাগ্যে!
ভেবেছিনু এ জীবনে প্রেম ভালবাসা কখনও আসবে না
স্বপ্ন স্বপ্নই থেকে যাবে!
কালের বিবর্তনে, বয়সের ভারে আমি নতজানু
আমি ঝরে যাওয়া শুকনো পাতা, তুমি দমকা
হাওয়ার মত এসেছিলে জীবনে, ঝরা পাতার মত,
আমি রয়ে গেলাম বসন্তের অপেক্ষায় !