মনে হয় পৃথিবী ডান দিকে কাত হয়ে আছে
ডান দিকে জনগণ বেশী, বিধায়
পৃথিবী ভারসাম্য হীনতায় ভুগছে, অন্যায় করে
পার পেয়ে যাচ্ছে, বাধা দেয়ার কেউ নাই।
আশি ও নব্বই দশকের মাঝে শোষিতের শক্তি ভেঙ্গে পড়েছে
ডান পন্থিদের কুট চালে, পুঁজিবাদের সাথে যুক্ত মৌলবাদী,
হঠকারী বাম, নব্য ধনী, লুটেরা শ্রেণী ও সাম্রাজ্যবাদী চিন্তা!
মানুষ আর মানুষকে ভালবাসে না, বিনিময় করে
ধন দৌলত, টাকা পয়সা ও ক্ষমতার উপর, স্বার্থের
ব্যাঘাত ঘটলে সরিয়ে দেয়ার চিন্তা ভর করে;
মুক্ত চিন্তা, আবেগ, প্রেম ভালবাসা, সৎ চিন্তা
বাস্তবায়নে সুযোগ নাই, বললেই চলে, ভারসাম্য
রক্ষায় বাম শক্তির উত্থান প্রয়োজন, পৃথিবীতে একটা
শ্রেণী সব সময় শোষিত আর একটা শ্রেণী সব সময়
শোষণ করেই যাচ্ছে।
পুঁজির স্বার্থে নিজেদের মধ্যে, অন্য দেশে যুদ্ধ বিগ্রহ
লাগিয়ে বানিজ্যর ফায়দা লুটছে, ব্যবসার স্বার্থে মানব
নিধন করতেও তারা পিছপা হয়না।
দেশের সুবিধাবাদী শ্রেণী সুবিধা নিতে সদা প্রস্তুত!
এভাবে আর কতকাল! শোষিত শ্রেণী কি কখনও তাদের
নিজেদের স্বার্থ উপলব্ধি করবেনা, ঘুরে দাঁড়াবে না, সংগঠিত
হবে না, নেতৃত্বে আসবে না, অপেক্ষায় বসে রইলাম।