বর্তমানে জ্ঞানী লোকের সর্ব জানার ভাব
জ্ঞানের ভাণ্ডার ফেস-বুকে ইন্টারনেটে চাপ
জ্ঞানের বুলি আওড়ায় ভাল সুযোগ পায় যেথা
যা বলে তাই বুঝে ফেলে আসা কথা।
বুদ্ধিজীবী সেজে থাকে জ্ঞানের আছে বোধ
কথা শুনলে বুঝা যায় বেকুব আর নির্বোধ
সত্যচারিতার দরকার হয়না জ্ঞানী বানের মনে
বিশুদ্ধতার ছাপ নাই কথায় আর আচরণে।
প্রচার প্রসারে প্রকাশ করে জ্ঞানের ভাণ্ডার
নিজের জীবন খানি রয় না শুদ্ধাচরে ;
তারাই ততো জ্ঞান পাপী জানে সবিশেষ।
আধ্যাত্মিক কথা বলে বেশী বেশী যারা
ধর্ম নীতি কোন কিছুই মানে নাকো তারা
সার্বক্ষণিক ফন্দি আঁটে কথার জালে
কুট চালে আঁটকিয়ে ফেলে স্বার্থসিদ্ধি করে !