শ্রদ্ধেয় কবি হেলাল হাফিজের কবিতার পংত্তি মনে পড়ছে
তখন আমি ছাত্র, এখন আমি বাবা,
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়
এই লাইন টি পড়ে রক্ত টগবগিয়ে ফুটে উঠেছিল
দেশের আর দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ
করার মানুষিকতা তৈরি হতে সময় লাগেনি!
ছাত্র জীবনের বাঁকে বাঁকে লেখাপড়া, নোট, লাইব্রেরী ওয়ার্ক,
প্রেম, ছাত্র রাজনীতি, সকলে মিলে আড্ডা দেয়া,
বাড়ীর সকলের সাথে মানিয়ে চলা, খেলাধুলা,
লুকিয়ে সিনেমায় যাওয়া ইত্যাদি কোন কিছুই বাদ যায়নি।
এখনও ইচ্ছে করে ফিরে যায় ছাত্র জীবনে,
যদি সুযোগ হতো! বাবা হয়েও ইচ্ছে জাগে মনে!
বর্তমান সময়ে কি ছাত্র/ছাত্রী, প্রেমিক/প্রেমিকা, স্বামী/স্ত্রী
বন্ধু/বান্ধব সকলকে দেখি! এখন যৌবন যার মোবাইল নিয়ে
ঘরের কোনে, মাঠের পাশে, এমনকি চলার পথে মেতে যাও
ফেস-বুক, টুইটার, হটশ-আপ অথবা উল্টাপাল্টা অন-লাইনে
সামাজিক কোন কাজে বা কো-এ্যডুকেশনে কোন মন নাই।
আমার বিশ্বাস বর্তমান প্রজন্ম অনেক কিছু করতে পারে,
সকল কিছুই হাতের মুঠোয় কিন্ত আমাদের সময় ছিল না।
কেন অকারনে তোমাদের মুল্যবান সময় নষ্ট করছো তোমরা
নিজের কাছে নিজেকে প্রশ্ন কর, উত্তর পাবে!