বন্ধু তোমার হাতটা ধরতে চাই
আষাঢ়ের ঘন বর্ষায়,
ভালবাসার আবেগ দিয়ে পায়ে পায়ে
পা মিলিয়ে হাটতে চাই!
ঝাঁপটা বৃষ্টিতে ভিজে গেছে শরীর
তোমার গায়ে গা মিলিয়ে উত্তাপ
নিতে চাই।
বারিধারা ঠোঁট গড়িয়ে নামে বুকে
জলের ধারায় সাঁতার কাটতে চাই,
মুখোমুখি দাঁড়িয়ে হৃদয়ের উচ্চতা
ভাগ করে নিতে চাই।
বন্ধু তোমার হাত ধরে একটু একটু
করে প্রেমের সাগরে অজানার
পথে হারিয়ে যেতে চাই।
ছোট ছোট কথা মনের আবেগে ভরা,
বর্ষায় ভিজে হৃদয়ের উত্তাপে
মিলেমিশে এক হতে চাই।
বন্ধু তোমার হাতটা ধরতে চাই।।