মনের কালিমা মুছা বড় কষ্ট
আত্ম-বুদ্ধির ঘাটতি থাকে মনে
সাপের মত খোলস পালটায়
কালিমা থেকে যায় হৃদয়ের গোপন কুঠিরে।

ঘরামি ছাউনি দেয় একান্নবর্তী পরিবারে
স্বপ্নে, স্বপ্ন ভেঙ্গে থেকে যায়,
কালিমা এসে যখন দাঁড়ায় দরজায়
শত চেষ্টাও ভাঙ্গন ধরে পরিবারে!

পরিবারের একটা গ্রুপ খুশি আর একটা
গ্রুপ চেষ্টায় রত ভাঙ্গন ধরে রাখার লক্ষ্যে,
পরিবারে ঘুন লাগলে সমাধান করা কঠিন
সামান্য ঘটনা বা সমস্যা ঘুরিয়ে পেঁচিয়ে বড় করে।

লোভ লালসা মানুষ কে হিংস্র করে তোলে
সার্বক্ষণিক চেষ্টায় রত স্বার্থ-সিদ্ধির জন্য
এ ধরনের সমস্যা পূর্বে ও ছিল এখন ও আছে
আগামীতে ও থাকবে, সকলে সমাধানের চেষ্টা।