যখন ভেবেছি বলব তোমায় মনের কথা
তখনই হয়েছে নীল আকাশে অপরাজিতা
হারিয়ে গিয়েছে নীল আকাশের তারা,
কি করে বলবো ! বলবো মনের কথা !
আমি যে তার ভিশন ভক্ত হয়ে গেছি নিজেই বাক রুদ্ধ!
মনের ভিতর জমানো কথা বলতে চেষ্টা করি যখন,
বাতাস হয়ে উড়ে দুরে, তখন কি তার সাথে যায় কথা বলা !
আমি তার রূপে মুগ্ধ নিজেই হয়েছি বাক রুদ্ধ।
কসম করছি বলবো তোমায় ঠিক
তখনই আমি হারিয়ে ফেলেছি দিক,
তার সুবাস ছড়িয়েছে চারিদিক
মাতিয়ে রেখেছে সকলের মন
ঐ সময় কি যায় কোন কথা বলা
আমি তার গন্ধে পাগল, হয়ে গেছি বাক রুদ্ধ।
আজও আমার হয়নি বলা কোন কথা
ইচ্ছে জাগে দেখা হলে পরে,
তারও কি আমার কথা কখনও মনে পড়ে!
তার কি কারন আছে, সে কি আমায় চিনে
কখনও যে তার সাথে হয়নি কথা বলা।
আমি যে এখনও রয়েছি তার দিকে চেয়ে
বলবো কথা হাজার বারন হলে !