আমার পৃথিবী ধ্বংসের মুখে তাকিয়ে দেখছি তোমার চোখে
অন্তর জ্বালায় জ্বলছি যখন
অন্যের বাহুডোরে তোমার ভুবন।

চেয়ে রয়েছি তোমার দিকে
ভেসে উঠছে তোমার লেখা ভালবাসার চিঠি
তোমার দেয়া গোলাপের শুকনো পাঁপড়ি
ঠোটের লিপস্টিক ছোঁয়া লাল রং’র রুমাল।

আমি ধীরে ধীরে ডুবে যাচ্ছি জেনেও ভালবাসা
অস্বীকার করতে পারছি না, চলে যাবে আমায় ছেড়ে,
জেনেও কেন ভালবাসতে ইচ্ছে করছে।
বলতে পারো !

কি ভাবে এত স্বাভাবিক থাকছো তুমি!
সমুদ্রের ঢেউ খেলছে বুকে, অন্তরক্ষরন হৃদয়ের মাঝে,
ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছি আমি।

কতটুকু দিয়ে কতখানি কেড়ে নিলে তুমি
এই হিসাব এসেই পড়ে এতদিন পরে,
সেখানেই যাও, যার কাছেই থাকো না তুমি,
এটাই প্রেম, অজস্র ভালবাসা সঙ্গে রয়ে যাবে।