বর্ষাকালে বিলের বুকে
থোকায় থোকায় পদ্ম ফুটে,
বৃষ্টি পড়ে ঝম্ ঝমিয়ে
সুর তুলেছে হারমোনিয়ামে,
ডানপিটে ছেলেো সাঁতার কাটে
পদ্ম দুলে আপন মনে,
ঈশান কোনে মেঘ জমেছে,
আষাঢ় মাসে নীল আকাশে
শিশুর মত বায়না ধরে
ছিঁচ-কাঁদুনি কাঁদতে থাকে,
পুব আকাশে রংধনু উঠেছে
ভুবন তরী রাঙ্গিয়ে তোলে,
রাখাল বাজায় বাঁশের বাঁশি
দূর গগনে উড়তে থাকি,
বৃষ্টি থেকে বাঁচতে বালক
দৌড়ে উঠতে চাই বারান্দায়
পিছলে পড়ে চিৎপটাং বালক,
পদ-যুগল গগনে!
আষাঢ় মাসে আষাঢ়ে গল্প
করছে দাদু-নাতি দু’জনে,
বৈঠক খানায় আড্ডা জমেছে
তর্ক চলছে দু’দলে।