আজ সকালে সেজে কুঁজে বৃষ্টি এলো
তুমি এলে মনে, সংগোপনে !
অঝোর ধারায় ঝরছে বরিষণ!
ভিজছে আমার স্মৃতি, ভিজছে আমার মন !
ঘিরে ধরেছে আমায় তোমার চোখের ইশারা,
চাহনি, প্রেমের আকুলতা, হঠাৎ বলা নেই
কওয়া নেই, উধাও, তোমার জানালার পাশ
ফাঁকা, স্বপ্নগুলো আমার আকাশে বলাকার
সারি, মেঘের আবিরে ঢাকা আপন মনে।
প্রেম আমার স্থির, আঁকি মুখ ও চিবুক, সোনালী
রোদ্দুর, প্রতিচ্ছায়া অনুসরণ করে আমায়,
নিরুদ্দেশ মন বাঁধা পড়ে দেহে, অধিক দেহের
মাঝে মায়ামন্ত্র জালে, সকাল সন্ধ্যা তন্দ্রাকালে।
সকালের বৃষ্টি, দিনের শুরুতে, কী অদ্ভুত ঘোর
নিয়ে এলে আমার দেহ মনে! কে নাচে আবার
কে বা নাচায়, মন যে আমার পাগলা ঘোড়া রং
তুলিতে আঁকা! ঘন বরিষণে নিঃঙ্গতায় ভাংগে মন।