ধরিত্রী বড় আজব কারখানা,
সভ্য মানুষের বসবাস, সৃষ্টির সেরা জীব
সত্যি কি তাই! ভাল কে ভাল বলা, মিথ্যাকে মিথ্যা
ধরায় ক’জন এ সাহস পায়।
পরিবারে, সমাজে, দেশে এমনকি পৃথিবীতে
সকলের মোহ আছে কারো প্রেম, কারো অর্থ-সম্পদে
আবার কারো ক্ষমতা ও নেতৃত্বে!
বহুরূপী মানুষ সবাই মনের সুখে মাতাল।
সংসারে বনে যায় রাজা-উজির শাসনের হাত উঠে গায়
বহিঃশক্রর আক্রমণে নিজের জীবন বাঁচায়!
ক’জন আছে দেশের জন্য নিজের জীবন বিলায়।
চোখের সামনে অন্যায় হচ্ছে দেখে না দেখার ভান
সাক্ষী মানলে বহুরূপী সেজে নিজের গা বাঁচায়
বলার সময় কেউ কম বলে না আসল সময় নাই!
ব্যতিক্রম যদি দু’এক জন থাকে সবার চোখে অচল।