পূর্ণিমার রাত আলো ঝলমল আকাশ
অজস্র নক্ষত্র রাজি বিছিয়ে আকাশে,
মৃত্যু তো অদৃশ্য খেয়া নিত্য পারাপার
নক্ষত্রের মাঝে তুমি দূরত্ব অপার,
মৃত্যুর সংবাদ শুনি মর্মে প্রতিদিন।
অতিমারি র কোপ নাভিশ্বাস উঠেছে দেশে
মৃত্যু নামে মৃদুতা দাঁড়িয়ে দুয়ারে,
স্বাভাবিক জীবনের ধরণীতে করছো আঘাত
নিদ্রা কাতর নৈশ প্রহরীর জেগে থাকা রাত
বিচিত্র রূপে করছো তুমি আঘাত !
যৌবনের উচ্ছ্বাসে যুবক-যুবতী বেঁধেছিল ঘর
তোমার গোপন ঝড়ে বিচ্ছিন্ন করলো দিবাকর।
অনেক স্বপ্ন, অনেক পরিকল্পনা ছিল দু’জনার
বাতি ঘরের বাতি নিভে গেল হলো অন্ধকার।
পূর্ণিমার রাত আসে আকাশ পায় যৌবন
অন্ধকারের ঘোর কাটে না, পিছনে দেয়াল,
মৃত্যু আমায় হাত ছানি দিয়ে ডাকে অমাবস্যার রাতে
পথের মাঝে একাকী দাঁড়িয়ে সাজিয়েছি রথে,
তোমার বন্ধুত্ব আজও ছুঁয়ে আছে আমার কাঁধে।