কেন! অন্ধকার চারিদিকে, কেন এত নিরাবতা
পিন পতন শব্দ কানে ভেসে আসে,
অন্ধকার ভেঙ্গে দিনের আলো ফোটার অপেক্ষা
কিছুতেই মনকে সান্ত্বনা দেয়া যাচ্ছে না।
দিনের আলোয় মানুষ মুখোশ পরে হাসে
ভাল থাকার অভিনয় করে, কত ভাল আছে
আমরা কেউ ভাল নেই, বাহির থেকে বুঝা দায়
অন্তরের অনুভূতি কেউ জানতে চায় না।
চারিদিকে মানুষ ক্ষুধার জ্বালায় আর্তনাদ করছে
কিছু মানুষ আনন্দের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে,
এ কেমন মনুষ্যত্ব বিভাজন, বলতে পার!
এসি বাংলোয় বসে দিন মজুরের দুঃখ বুঝার চেষ্টা
কৃষাণ কৃষাণীর চৈত্রের রৌদ্রে কর্মের সাথে মিলা
তটিনীর তটে বসে আছি বটে মেঘের বালুকা বেলা।
দেহ মন নাচিছে গগণ গোধুলী লগ্নে বেলা
তবুও হায় বুঝিতে সে চায় দিন মজুরের কষ্টের ভেলা,
আধ-পেটা খাওয়া, সুখের জীবন, ছোট্ট কুটিরে বাস।
স্বপ্নের মাঝে স্বপ্নের খেলা চেতনায় হয় ধুঁসর
সুখের বাসর নাহি ছাড়ে আশার দুঃখে ভাসায় ভেলা
বুঝার চেষ্টায় অন্ধকারে থেকে যায় দিন মজুরের মেলা।