বিশ্বাস করেছিনু তোমায়, আমার সর্বস্ব দিয়ে
একি বিশ্বাস ঘাতকতা করলে তুমি!
পরিবারের কাছে সমাজের কাছে
হাসির পাত্র করলে আমায়।
তুমি আমাকে পছন্দ নাই বা করলে
আমার কোন অভিযোগ নাই,
তুমি আমাকে সকলের কাছে ছোট কর
আমার কোন কষ্ট নাই!
তুমি আমাকে চৌরাস্তা র মোড়ে দাঁড়
করিয়ে রাখ, হাসি মুখে মেনে নিবো,
যত ধরনের কষ্ট তুমি আমাকে দাও
আমি সহজ করে নিবো!
আমি যে তোমাকে আমার হৃদয়ের মাঝে
জায়গা দিয়েছি, সেটা তো বন্ধ করতে পারব না।
সবাই আমাকে বেহায়া বলে, তাতে কিছু
যায় আসে না।
কিন্তু তুমি যখন আমায় ঠকিয়ে চলে গেলে
অন্য জনের ঘরে! তাকিয়ে তোমার পথ দেখলাম,
আর নিজে প্রশ্ন করলাম! আমার কি দোষ ?
খুঁজে পেলাম,”তোমায় আমি ভালবেসেছি”!