বিশ্বাস করেছিনু তোমায়, কি প্রতিদান দিলে বলো !
ঘাত-প্রতি ঘাতে, বিশ্বাসের সিঁড়ি ধীরে ধীরে তৈরি হয়
জগত বিশ্বে অজানা অনেক জানার মাঝে অজানা বাসা বাঁধে!
আমার সরলতাকে দুর্বলতা ভাবা বুঝিনি আগে,
সেটা আমার ব্যর্থতা,
সুযোগের অপেক্ষায় ছিলে বুঝিনি আগে
সবাই তোমায় অবিশ্বাস করে ছিল
তোমারই ঢাল হয়ে দাঁড়িয়ে ছিলাম আমি!
দিন যায় রাত আসে নতুন স্বপ্ন নিয়ে
জরা-জীর্ণ, ব্যর্থতা পিছনে ঠেলে,
আলিঙ্গন করে নতুনের পথ চলা
গোপনে বিশ্বাস ঘাতকতা প্রকাশ করলে সু-করুন নয়নে।
লোভের বাজনা বাজিয়ে আকাংখা পুরুন
ভুলের উপরে ভুল, তার উপরে ভুল,
ধ্বংস হয়ে গেলো নিমেষে,
ব্যর্থ তুমি, কাঙ্গাল তুমি, বন্ধুহীন তুমি!
সরলতা হৃদয়ে আমার, কুটিলতা নাই মনে
দায়িত্ব থেকে দায়িত্ববোধ, গড়ে তুলে ইমারত,
কুটি লতার মায়াজালে জড়িয়ে ছিলে আমায়,
বুঝিনি তো আগে।